Rocket Launch এর শব্দ কত শক্তিশালী

How Powerful is The Sound of a Rocket Launch


এটা হল একটা রকেট লঞ্চের শব্দ আর আপনাকে বোঝার জন্য আমাকে এটা বলতে হবে না যে শব্দ টা সত্যিই খুব বিধ্বংসী একটা রকেট লঞ্চের এই মারাত্মক শব্দ শুধুমাত্র রকেট জন্যই ক্ষতিকর নয় আশে পাশের বিল্ডিং এর জন্য খুবই ক্ষতিকর এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে এই মারাত্মক শব্দকে কন্ট্রোল করার জন্য নাসা কি ধরনের পদ্ধতি ব্যবহার করে আর তার সাথে আমরা এটাও দেখবো যে রাশিয়া কিভাবে এই প্রবলেমের মোকাবিলা করে লঞ্চপ্যাড থেকে রকেট।

লঞ্চ হয় তখন রকেটের মারাত্মক গরম গ্যাস ফিল্ম ট্রেঞ্চ এর মধ্য দিয়ে যায় ইঞ্জিন থেকে যেরকম মারাত্মক পরিমাণের হিট এনার্জির নির্গত হয় ঠিক একইভাবে শব্দ শক্তি নির্গত হয় নাসার কথা অনুযায়ী সেটন 5 রকেট যখন লঞ্চ করা হয়েছিল তার শব্দ ছিল দুশ কুড়ি ডেসিমাল এত বেশি শব্দ যে আপনি যদি রকেটের কাছাকাছি থাকেন তাহলে এটা শুধু আপনার কানের পর্দা ফাটিয়ে দেবে না আপনাকে মেরেও ফেলতে পারে ফার্স্ট স্পেস সেটেল যখন লঞ্চ করা হয়েছিল যার নাম hts1 এই লঞ্চের সময় যে শব্দ এনার্জি নির্গত হয়েছিল তা স্পেইস স্যাটেলাইট প্রটেক্টিভ টায়েল কেউ নষ্ট করে দিয়েছিল যদিও নাসা অতীতে সাউন্ড সাপ্রেশন সিস্তেম ব্যবহার করত তা সত্ত্বেও রকেটের ড্যামেজ হওয়ার চান্সটা বেশি থাকে এই কারণে রকেট কে ডেমেজ হয়ে যাওয়া থেকে বাঁচাতে এবং ক্রুকে ডেঞ্জার এর মধ্যে ফেলা থেকে রক্ষা করতে নাসা আরো এফেক্টিভ সাউন্ড সাপ্রসিম সিস্টেম ব্যবহার করা শুরু করে একটা বড়।

জলের ট্যাঙ্ক লঞ্চ সাইডে রাখা হয় যা 40 সেকেন্ডের মধ্যে এক মিলিয়ন পাউন্ড জল লঞ্চ পেটের ওপর চলতে সক্ষম যখন রকেট থেকে বেরোনো শব্দ জলের সঙ্গে ধাক্কা খায় তখন সেই শব্দ এনার্জি জলের মধ্যে থাকা এয়ার ববলের কন্টাকে আসে আর এই এয়ার বাবলগুলো শব্দ এনার্জিকে হিট এনার্জি তে কনভার্ট করে দেয় এই জলের স্প্রে ছাড় নাসা ওয়াটার ব্যাগ ইউজ করে যা লঞ্চপ্যাড এর বেসেতে রাখা থাকে এগুলো বড় বড় নাইলন ব্যাগ যা প্রায় 1 ফুট চওড়া এবং 1 ফুট ডিপ আর এদের মধ্যে জল ভরা থাকে এই ব্যাগগুলোকে লঞ্চের ফিল্ম হোলের উপরে রাখা থাকে এই দুটো সিস্টেমকে ব্যবহার করে শব্দকে 195 ডেসিমাল থেকে 142 ডেসিমাল পর্যন্ত কমানো সম্ভব এটা একটা জেট ফাইটার টেক অফ করা শব্দের বরাবর। এই জলের স্প্রেটা শুধু রকেটের শব্দকেই সাপ্রেস করে না তাছাড়া ও রকেটের ইঞ্জিন থেকে বেরোনো কোন আগুনের জন্য পেটে যদি কোনরকম ছোট খাটো আগুন লেগে থাকে সেটা কেউ নিভিয়ে দেয় আর এখনও পর্যন্ত নাসা মোটামুটি।

এই প্রযুক্তি ব্যবহার করে আসছে এবার রাশিয়ার কথা বলি রাশিয়া রকেট লঞ্চের ইন শব্দকে কমানোর জন্য একটু অন্যরকম পদ্ধতি ব্যবহার করে থাকে কারণ রাশিয়ান মেইন রকেট লঞ্চ গুলো কাজাকিস্তানের এমন একটা জায়গা থেকে হয় এখানকার তাপমাত্রা প্রায় - 40 ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং জল ব্যবহার করা কোনভাবেই সম্ভব নয় তারা রকেট লঞ্চের সময় অনেক উঁচু এবং বড় ফ্লেম ট্রেঞ্চ ব্যবহার করে থাকে যার ফলে শব্দের সহ একটি রকেট পর্যন্ত পৌঁছতে পারেনা বড় ফিল্ম ট্রেঞ্চ এর মধ্যে থিয়েটার ডাইভার্ট হয়ে যায় যদিও রকেট লঞ্চ অ্যাডভান্স এবং কমপ্লিকেটেড সিস্টেম ব্যবহার করে থাকে কিন্তু কিছু সমস্যা আছে যেগুলো সাধারন বুদ্ধিতে সলভ করা যায়।

READ MORE.....

Post a Comment

Previous Post Next Post