সৌরমণ্ডলের মধ্যে ব্লাক হোল ঢুকে পড়লে সূর্য ও পৃথিবীর কি হবে
Mystery of Black Hole in Bangla
কি হতে পারে যদি একটা ব্ল্যাক হোল আমাদের সৌরমণ্ডলের মধ্যে প্রবেশ করে যায়,ওই ব্ল্যাকহোল ঠিকই আমাদের পৃথিবী কে সঙ্গে সঙ্গে গ্রাস করে ফেলবে নাকি রাতের আকাশে আমরা ওই ব্ল্যাক হোল কি চাঁদের সাথে দেখতে পাব। এই অদ্ভুত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি হতে পারে যদি একটা মেসিব ব্ল্যাকহোল আমাদের সৌরজগতের মধ্যে প্রবেশ করে যায়।আপনারা নিশ্চয়ই জানেন যে ব্ল্যাকহোল মহাকাশের কোন একটা ফাঁকা ছিদ্র নয়, ব্ল্যাকহোলের খুব ছোট জায়গার মধ্যে এত পরিমাণে ভর একত্রিত হয়ে থাকে যে এর অভিকর্ষ শক্তি অসম্ভবরকম বেশি। এতটাই বেশি যে আলো এই অভিকর্ষ করে যেতে পারে না, আলোকে পর্যন্ত শোষণ করে নেয় বলে এর রং কালো আর এই জন্য একে আমরা ব্ল্যাকহোল বলে থাকি। কোন গ্রহ উপগ্রহ নক্ষত্র বা এস্টরয়েড যদি এই ব্ল্যাক হোলের মধ্যে একবার প্রবেশ করে যায় তাহলে প্রচন্ড অভিকর্ষের ফলে।
সংকুচিত হয়ে একটা বিন্দুতে পরিণত হয়ে যায়। কিন্তু এই ব্ল্যাকহোল যদি আমাদের সৌরমণ্ডলের মধ্যে প্রবেশ করে তাহলে সেটা মোটেও একটা সুখবর হবে না, কিন্তু এই খারাপ খবরটা কত খারাপ হতে পারে আমাদের পক্ষে। একটা ব্ল্যাক হোল আমাদের সৌরমণ্ডলের সমস্ত ব্যবস্থাপনা কে নষ্ট করে দিতে পারে এটা জানার জন্য আমাদের প্রথমে অনুমান করতে হবে ব্ল্যাক হোল টা সাইজ কেমন হবে এবং সৌরমণ্ডলের কতটা ভেতরে সে আসতে পারবে। যদি সেই ব্ল্যাক হোল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে সুপার্মাসিভ ব্লাক হোল আছে তার মত হয়, তাহলে আমাদের বাঁচার চান্স নগণ্য। এরকম ধরনের সুপার্মাসিভ ব্লাক হলেস অভিকর্ষ আমরা কয়েক আলোকবর্ষ দূর থেকে অনুভব করতে পারবো। বিজ্ঞানীরা মনে করেন সুপার্মাসিভ ব্ল্যাক হোলকে গ্রহ-নক্ষত্র অ্যাস্ট্রয়েড প্রদক্ষিণ করতে থাকে, আর সেই সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে সুপার্মাসিভ ব্লাক হলেস যদি সৌরমণ্ডলের কাছে ঢোকে। তাহলে কোনো গ্রহ বা নক্ষত্রের ধাক্কাতেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। অথবা বড় বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর উপর বোমের বৃষ্টির মত ঝরে।
থাকবে তারপর সৌরমণ্ডলের বাকি যা পড়ে থাকবে তা ওই সুপার্মাসিভ ব্লাক হোল কে প্রদক্ষিণ করতে থাকবে ।কিন্তু ততক্ষণে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, এটা একটু ভয়াবহ হয়ে গেল চলুন একটু ছোট ব্ল্যাক হোল মানে স্টিলের ব্ল্যাকহোল নিয়ে বোঝার চেষ্টা করা যাক।
স্টেলার ব্ল্যাকহোল গুলি সূর্যের থেকে কুড়ি গুণ পর্যন্ত বড় হতে পারে, এরকম ধরনের ব্ল্যাকহোল যদি সৌরমণ্ডলের দিকে আসা শুরু করে তাহলে সৌরমণ্ডলের বাইরে যে উডক্লাউড আছে সেটা কে ধ্বংস করে দেবে।এই উডক্লাউডের স্তরটি বরফ এবং কর্মেড দ্বারা তৈরি। এর ফলে অনেক বেশি ধূমকেতু ও উল্কা সৌরমণ্ডলের ভেতরে ঢুকে আসবে, যেগুলো বিভিন্ন গ্রহের উপর ধাক্কা খেয়ে গ্রহগুলি কে নষ্ট করে দিতে পারে ।
পৃথিবীর উপর উল্কা এবং ধূমকেতু গলোর প্রভাব পড়তে পারে, কিন্তু এটা সবে শুরু যখন ব্ল্যাকহোল সৌর মন্ডল এর ভেতরে প্রবেশ করবে তখন প্রত্যেকটি গ্রহকে নিজের অক্ষ থেকে সরিয়ে দেবে, গ্রহ গুলির মধ্যে বৃহস্পতি ব্ল্যাকহোল টি কে সবথেকে বেশি বাধা দেবে ব্ল্যাকহোলের প্রচন্ড অভিকর্ষ বলের প্রভাবে।
বৃহস্পতির সমস্ত গ্যাস ব্ল্যাক হোলের দিকে আকর্ষিত হতে শুরু করবে এবং বৃহস্পতি একটি জ্বলন্ত আগুনের গোলা তে পরিণত হবে কিন্তু তারপরেও অভিকর্ষের ফলে বৃহস্পতি আস্তে আস্তে ব্ল্যাক হোলের দিকে যেতে থাকবে যতক্ষণ না সম্পূর্ণ বৃহস্পতিকে ব্ল্যাকহোল গ্রাস করে ফেলেছে ।
এবার আমাদের নিজেদের গ্রহ পৃথিবীর সাথে কি হবে ,পৃথিবীর পক্ষে কোনভাবেই সুখবরের ব্যাপার নেই ব্ল্যাকহোলটী যখন প্লুট কাছে আসবে তখন থেকেই আমরা ব্ল্যাকহোলটি অভিকর্ষ অনুভব করতে পারব। পৃথিবীতে ব্ল্যাকহোল টি যখন ধীরে ধীরে কাছে আসতে শুরু করবে তখন পৃথিবীর পৃথিবীর টেকটনিক প্লেট করি একে অপরের সঙ্গে ঘষা খেতে থাকবে।এর ফলে প্রচন্ড বড় বড় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত আমরা লক্ষ্য করতে পারব পৃথিবী জোয়ার ভাটা কয়েকগুণ বেড়ে যাবে,এমনকি বড় বড় সুনামি ও আমাদের উপকূল থেকে ভাসিয়ে নিয়ে যেতে পারে ব্ল্যাকহোল টি পৃথিবীর কক্ষপথের কাছে আসার আগেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর তার সাথে ধ্বংস হয়ে যাবে সমস্ত প্রাণী ও উদ্ভিদ, পৃথিবীপৃষ্ঠ উত্তপ্ত গলিত লাভায় ভরে যাবে কিংবা হয়তো পৃথিবী।
আগেই সূর্যের কক্ষপথ থেকে ছিটকে যাবে। আর যখন ব্ল্যাকহোল টি সূর্যের কাছে আসবে তখন ব্ল্যাকহোল টি সূর্যকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করবে। পৃথিবী সূর্যকে ছেড়ে নিজের কক্ষপথ থেকে যদি তার আগেই বেরিয়ে যায়, তাহলে ব্ল্যাকহোল টি পৃথিবীকে ক্ষতবিক্ষত করে নিজের দিকে আকর্ষণ করবে এবং সম্পূর্ণ গ্রাস করে ফেলবে ।ভাগ্যবশত ব্ল্যাকহোল মহাকাশে যত্রতত্র দেখা যায় না অতএব নিকট ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুব কমই আছে তবুও কি হতে পারে সেই অনুমান প্রকাশ করলাম আপনাদের কাছে।
the mystery of black holes answer key
when will a black hole hit earth
who discovered black hole
black hole image
real black hole
What is inside a black hole?
What is known and unknown about black holes?
Post a Comment