ইলাস্ট্রেটর ম্যাজিক (প্রথম পর্ব )

অ্যাডোবি ইলাস্ট্রেটর – এই নামটা আমাদের কমবেশি সবারই জানা আর যারা ডিজাইন এর সাথে যুক্ত বিশেষ করে ভেক্টর ভিত্তিক কাজ করেন তাদের জন্য তো অ্যাডোবি ইলাস্ট্রেটর নিত্যদিনের সঙ্গী।
ইলাস্ট্রেটর ম্যাজিক একটি ধারাবাহিক ব্লগ। এই ব্লগে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এর কিছু টিপস, ট্রিক্স এবং সেটিংস সম্পর্কে জানব এগুলো আমাদের ইলাস্ট্রেটর এর ব্যবহারকে করবে সহজ এবং অনেক দিনের না জানা কিছু কাজ এবং টুলসকে সহজ এবং যথাযথ ভাবে চালিলে নিতে সাহায্য করবে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় নতুনরা ইলাস্ট্রেটর ব্যবহার করতে গিয়ে বিভিন্ন ছোট ছোট সমস্যায় পড়ে যেগুলার প্রপার সমাধান সব ইউটিউবে বা অন্য সাইটে পাওয়া যায় না। আমি এই ব্লগে চেস্টা করব সেই সব সেটিংস এবং টিক্স গুলা তুলে আনতে যেগুলো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে পেয়েছি।


প্রথমে দেখে নিই এই পর্বে আমরা শিখছি:

০১। Swatches মিসিং বা Swatches এ কালার না থাকা
০২। Rotate টুল ট্রিক (কিভাবে Rotate টুল দিয়ে হিসাব না করেই কোন অবজেক্ট এর ডিগ্রী বের করব)
০৩। Selection Tool এর Bounding Box সমস্যার সমাধান
০৪। বানান ভুলের সমস্যা থেকে বাঁচার উপায়
০৫। ইলাস্ট্রেটর ইন্টারফেস এর সহজ একটি সেটিংস


০১। Swatches মিসিং বা Swatches এ কালার না থাকা:

প্রথম যে বিষয়টা জানব তা নতুন অবস্থায় অনেকেই এই সমস্যায় পরে থাকে। সেটা হচ্ছে Swatches মিসিং বা Swatches এ কালার না থাকা।


ছবিতে দেখানো অবস্থাটার মতই। কারণ আমরা শুরু থেকেই শিখে আসছি এ Window অপশন থেকে Swatches এ গেলেই কালার স্ব পেয়ে যাব। এখন কথা হচ্ছে এই সমস্যার সমাধান কি ?


Swatches বক্স এর নিচের কোনায় (ছবিতে দেখানো অংশে) যে Swatches Libraries Manu তে ক্লিক করলেই অনেক গুলো Swatches অপশন পেয়ে যাবেন। সেখান থেকে Default Swatches অপশনে গিয়ে Print / Web সহ সব গুলো Swatches অপশন পাবেন, প্রয়োজনীয় অপশন ক্লিক করে যে কালার গুলো পাবেন যে গুলোকে এক সাথে সিলেক্ট করে আপনার মিসিং Swatches বক্সে ড্রেগ করলেই আপনি আপনার হারিয়ে ফেলা Swatches ফিরে পারেন।


০২। Rotate টুল ট্রিক:

Rotate টুল এর ব্যবহার আমরা কম বেশি সবাই জানি। এটা দিয়ে কোন অব্জেক্ট এর চারদিকে অন্য একটি অব্জেক্ট কে ঘুরিয়ে সাজানো যায়। তবে এই কাজটা করার জন্য আমাদের ৩৬০ ডিগ্রির হিসাব জানতে হয় অর্থাৎ একটা অব্জেক্ট কে কত ডিগ্রিতে রাখলে ৩৬০ ডিগ্রি সার্কেলের সাথে সমান ভাবে মিলবে। আমরা এখন যে ট্রিক টা জানব সেটা জানা থাকলে এই হিসেবের আর দরকার পড়বে না। এটা জানা থাকলে আমরা হিসাব না করেই একটা অব্জেক্ট কে যে কোন সংখ্যায় নিয়ে সমান ভাবে রোটেট করতে পারব।


ট্রিক টি বুঝানোর জন্য আমরা আর্টবোর্ট এ দুইটা সার্কেল নিলাম। লাল সার্কেলটাকে কেন্দ্র করে সবুজ সার্কেলটা ঘুরাব। প্রথমে Rotate টুল সিলেক্ট করব তারপর আমরা এই কাজের জন্য সবুজ সার্কেলটা সিলেক্ট করে কিবোর্ড এর ALT বাটন ধরে রেখে লাল সার্কেলটার সেন্টার সিলেক্ট করব। এখন যে বক্সটা ওপেন হবে।


বক্সের Angle অপশনে ৩৬০ ডিগ্রির সাথে অব্জেক্ট এর পরিমাণের সাথে হিসেব করে এঙ্গেল সেট করতাম কিন্তু এখন আর তার দরকার নাই। এখন যদি বক্সে 360/13 লিখি তাহলে ইলাস্ট্রেটর নিজেই হিসাব করে ডিগ্রি কত হবে তা বক্সে বসিয়ে নিবে। এখানে 13 মানে মানে আমি অবজেক্টটা কি পরিমাণ বসাতে চাই তার সংখ্যা।


এখন দেখা যাচ্ছে বক্সে অটোমেটিক 27.69 ডিগ্রি দেখাচ্ছে। এখন Copy তে ক্লিক করে CTRL + D প্রেস করতে থাকলেই আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব।


(ছবিতে) এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট।

Selection Tool এর Bounding Box সমস্যার সমাধান.


০৩। Selection Tool এর Bounding Box সমস্যার সমাধান:

এটিও ইলাস্ট্রেটর এর সেটিংস জনিত একটি সমস্যা। অনেক নতুন ইলাস্ট্রেটর এর ব্যবহারকারিরা এই সমস্যায় পড়ে থাকেন।


সিলেকশন টুল দিয়ে কোন অবজেক্ট কে সিলেক্ট করলে (ছবিতে দেখানো) এই ভাবেই মূলত সিলেক্ট হয় যার ফলে আমরা অবজেক্ট এর কর্নার গুলো সহজেই দেখতে এবং ছোট বড় করতে পারি।
কিন্তু মাঝে মাঝে দেখা যায় Selection Tool দিয়ে কোন অবজেক্ট কে সিলেক্ট করলে ওটার যে এরিয়া সহ বক্স ওটা সহ করে না। অনেকটা নিচে দেখানো ছবির মত হয়ে যায়।


এর ফলে আমাদের কিছুটা বেকায়দায় পড়তে হয়। এখন এর সমাধান কি ??? সমাধান খুবই সহজ। ইলাস্ট্রেট্রেরের একদম উপরে View অপশনে গিয়ে Show Bounding Box অপশনটি সিলেক্ট করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে।


০৪। বানান ভুলের সমস্যা থেকে বাঁচার উপায়:

অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোন ডিজাইনের কাজ শেষ করার পর যখন আউটলাইন করে সেভ করে ফেলি এবং পরে গিয়ে যদি দেখি যে কোন বানান ভুল হয়েছে তখন আর বিড়ম্বনার শেষ থাকে না। যদি সেই ভুল বানান সহ ডিজাইন টি প্রিন্ট হয়ে যায় তখন তো আরো বেশি সমস্যায় পড়তে হয়। এই টিপস এ আমরা এই সমস্যা থেকে বাঁচার উপায় জানব।


উদাহরণ হিসেবে এই ছবিটা খেয়াল করলে দেখতে পাব যে, এখানে Graphic Design শব্দ গুলো লিখা হয়েছে যার মধ্যে Graphic বানানটি ভুল। এখন আমরা যদি খেয়াল না করি তাহলে এই রকম ছোটখাটো বানান প্রায়ই ভুল করে ফেলতে পারি। এখন এটা থেকে বাঁচার সমাধান হলো ইলাস্ট্রেট্রের উপরের দিকে Edit অপশন এ গিয়ে Spelling থেকে Auto Spell Check অপশনটি এনাবল করে দিব। এর ফলে যতবার আমরা বানান ভুল লিখব ততবার ইলাস্ট্রেটর আমাদের ভুল বানানটি মার্ক করে দিবে।


এখন আমরা Auto Spell Check অপশন টি এনাবল করার পর দেখতে পাচ্ছি যে, ভুল বানানের নিচে লাল রং এর একটা মার্ক দেখা যাচ্ছে। আবার আমরা যদি Spelling থেকে Auto Spell Check এর পরের অপশন Check Spelling যাই তাহলে নতুন একটা প্যালেট ওপেন হবে, সেখান থেকে স্টার্ট এ ক্লিক করলে আমাদের ভুল বানানের অনেক গুলো সম্বাব্য সঠিক উত্তর সাজেশন আকারে দিবে, ওই সাজেশন থেকে ও আমরা বানান গুলো ঠিক করে নিতে পারব।


০৫। ইলাস্ট্রেটর ইন্টারফেস এর সহজ একটি সেটিংস:

এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এর খুবই সহজ একটা সেটিং শিখব।


যদি আমরা ইলাস্ট্রেটর এর এই ইন্টারফেস টা খেয়াল করে দেখি দেখব যে, এটার ডান এবং বাম সাইডের কিছু কিছু সেটিংস কিছুটা কমপ্লিকেটেড দেখাচ্ছে। এই সমস্যার নতুনরা বেশি পড়েন বিশেষ করে যারা ইউটিউব দেখে ইলাট্রেট্র শিখছেন তারা। আমরা সাধারণ ভাবে ইলাস্ট্রেটর ইন্টারফেস যেভাবে দেখতে অভ্যস্ত এটি তেমন দেখাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা খুবই ছোট একটা সেটিংস এর মাধ্যমে আমাদের ব্যবহার উপযোগী ইন্টারফেস মুড চেইঞ্জ করতে পারব।


উপরের ছবিতে এরো চিহ্নিত স্থানে ক্লিক করলে আমরা কিছু অপশন পাব। যেমন Automation, Web, Essentials ইত্যাদি, এগুলো প্রত্যেকটায় আলাদা আলাদা মুড। আপনি যে মুড এ কাজ করতে অভ্যস্ত হবেন বলে মনে হয় সেটি সিলেক্ট করুন, দেখুন সাথে সাথে ইলাস্ট্রেটর ইন্টারফেস এ পরিবর্তন দেখতে পারবেন। সেটিংস টি সহজ হলেও যথেস্ট কার্যকর।
ইলাস্ট্রেটর ম্যাজিক এর প্রথম পর্ব এখানেই শেষ করছি। আশা করব এই টিপস এবং ট্রিক্স গুলো কাজে লাগিয়ে আপনাদের ডিজাইনের কাজ আরো সহজে সাম্নের দিকে এগিয়ে যাবে। আগামি পর্বে আরো কিছু টিপস ট্রিক্স এবং সেটিংস নিয়ে ফিরে আসছি….

Read More......

Post a Comment

Previous Post Next Post